শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ চার দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৪শে অক্টোবর শিলিগুড়িতে পৌছবেন মুখ্যমন্ত্রী।শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার পর কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।সেখানেও প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সুত্রে খবর।
প্রসঙ্গত, গত দু দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্থ বহু এলাকা।পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস।দুদিনের এই বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন।যেকারণে পাহাড় পরিস্থিতির খোঁজ নিতে তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন।
অন্যদিকে, পুজোর আগে উত্তরবঙ্গ সফরে আসার কথা থাকলেও ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় শেষে তার সফর বাতিল হয়।