নকশালবাড়ি, ৮ সেপ্টেম্বরঃ ৪ দফা দাবি জানিয়ে নকশালবাড়ি কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গিয়েছে, এদিনের স্মারকলিপির মধ্য দিয়ে প্রথম সেমিস্টারের ফর্ম ফিলাপের সময় বৃদ্ধি, প্রথম সেমিস্টারের ভর্তির ফি কমানো, নকশালবাড়ি কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা এবং কলেজের খেলার মাঠ দ্রুত সংস্কার করার দাবি জানানো হয়।
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুরজিৎ সাহা জানান, অধ্যক্ষ সমস্ত দাবি মেনে নিয়েছেন।সমস্ত শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।