শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ ৪ দফা দাবিতে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি জমা দিল ভারতীয় জনতা যুব মোর্চা।
মঙ্গলবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।এই ঘটনার পরই সরব হয় ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বরা।চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্ত করতে হবে, ঘটনায় কোনো গাফিলতি চিহ্নিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত এবং আগামীতে এইধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার দাবি জানান তারা।এদিন সুপার অনুপস্থিত থাকায় অ্যাসিস্ট্যান্ট সুপার অমিত দত্তকে স্মারকলিপি তুলে দেন তারা।
এই বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, হাসপাতলে কোন বিভাগেই পর্যাপ্ত কর্মী নেই।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।