৪ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ফুলমেলা

শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ ৪ ফেব্রুয়ারী থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলাপ্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ফুলমেলা।


শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটি তরফে আয়োজিত এই ফুলমেলা এবারে ৩৭তম বর্ষে পদার্পণ করবে।বিভিন্ন ধরণের ফুল, ফল, সবজি সমাহারের মধ্যে এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে কালো টমেটো।এক যুবকের বহুদিনের চেষ্টার ফসল এই কালো টমেটো, যা প্রদর্শিত হবে এই ফুলমেলায়।এছাড়াও প্রায় ২ হাজার চন্দ্রমল্লিকা ফুলের একটি পট আসতে চলেছে। জানা গেছে, প্রায় ৬৫ টি নার্সারি স্টল বসতে চলেছে এই মেলায়।

হর্টিকালচার সোসাইটি সম্পাদক প্রশান্ত সেন জানান, মেলার পরিকল্পনার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ভিড় এড়াতেও বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির তরফে।একদিকে যেমন টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে সকাল থেকেই মেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভাপতি নান্টু পাল জানান, এই ফুলমেলাকে কেন্দ্র করে আগামীদিনে দাগাপুরে হর্টিকালচার রিসার্চ পার্ক তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *