একাধিক দাবিতে ৪ নম্বর বরো অফিসে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান সিপিএম এর

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ একাধিক দাবিতে ৪ নম্বর বরো অফিসে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করল সিপিএমের এনজেপি এরিয়া কমিটি, ফুলবাড়ি এরিয়া কমিটি ও শিলিগুড়ি ৩ নম্বর এরিয়া কমিটি।


অভিযোগ, মুখ থুবরে পড়েছে সমস্থ পুর পরিষেবা,বিধবাভাতা থেকে বার্দ্ধক্যভাতা প্রায় সব পরিষেবা বন্ধ।ভ্যাকসিন নিয়েও চলছে দুর্নীতি।ওয়ার্ড কো-অর্ডিনেটরদের ক্ষমতা খর্ব করা হয়েছে।অবিলম্বে কসমেটিক ডেভলপমেন্ট বন্ধ করে মানুষকে সঠিক পরিষেবা এবং বিনামুল্য ভ্যাকসিন দেওয়ার দাবি জানান তারা।এদিন সংগঠনের পক্ষ থেকে ৪ নম্বর বরো অফিসারকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শরদিন্দু চক্রবর্তী  জানান, আগামীতে আমরা শিলিগুড়ি পুরনিগম অভিযান করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *