শিলিগুড়ি, ৬ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের কুমোরটুলি দূর্গানগর এলাকার রাস্তার বেহাল দশা।বর্ষার সময় অল্প বৃষ্টিতেই জমে যায় জল।রাস্তার জল বহু বাড়িতে ঢুকে পড়ে।দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এলাকার রাস্তা খুবই সংকীর্ণ ও বেহাল।অভিযোগ, এই সমস্যার কথা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি এবং মেয়রকে চিঠি লিখে জানিয়েও কোনোরকম সুরাহা মেলেনি।এদিকে ওই এলাকাতেই বাড়ি মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকারী জুনাইনা পারভিনের।তার বাবা জাকির হোসেনেরও একই বক্তব্য।তিনি বলেন,এলাকায় রাস্তা সহ একাধিক সমস্যা রয়েছে।প্রশাসনের তরফে এই কাজগুলো করলে আমরা উপকৃত হব।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা খুবই গর্বিত আমাদের এই পাড়ায় খুব মেধাবী ছাত্রী রয়েছে।কিন্তু আমরা প্রচুর সমস্যায় জর্জরিত।বিভিন্ন জায়গার জল নদীর মত এই রাস্তা দিয়ে যায়।স্কুলে যেতে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় পড়ুয়াদের।দ্রুত রাস্তার মেরামতের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর বিবেক সিং বলেন, আশা করছি দ্রুত সমস্যাগুলি খতিয়ে দেখে সমাধান করা হবে।
