ময়নাগুড়িতে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

জলপাইগুড়ি, ২৪ আগস্টঃ ৪০ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ৷ধৃতদের নাম সুদেব সরকার, তাপস সরকার এবং পদ সরকার।ধৃতরা কোচবিহার জেলার বাসিন্দা৷  


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজা দিনহাটা থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল৷ গোপন সূত্রে এই খবর পেয়ে ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকার সার্ক রোডে দুটি গাড়ি আটক করে পুলিশ।গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ কেজি গাঁজা।এরপরই গাড়িতে থাকা ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।   

মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom