জলপাইগুড়ি, ৫ ডিসেম্বরঃ পাচারের আগে প্রায় ৪০ লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করল জলপাইগুড়ি আবগারি দফতর।জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়।
আবগারি দফতর সুত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে একটি দশ চাকার গাড়িতে মদ নিয়ে যাওয়া হচ্ছে।গাড়িটি অরুনাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে আসছিল।সেই খবরের ভিত্তিতে আবগারি দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির বিদেশি মদ।অরুনাচল প্রদেশের মদ বলে দাবি আবগারি দফতরের আধিকারিকদের।
এই ঘটনায় উত্তরপ্রদেশের এক যুবক ও স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়।তবে তদন্তের সার্থে ধৃতদের নাম জানানো হয়নি। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।
আবগারি দফতরের জলপাইগুড়ি সদর ওসি সুশান্ত বকসি বলেন, গোপন সুত্রে খবর পেয়ে মদ মোঝাই কনটেনার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মদ অরুনাচল প্রদেশের।ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।