শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে পেট্রোল পাম্প, বাঁধা স্থানীয়দের

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে প্রধানমোড় এলাকায় তৈরি হচ্ছে একটি পেট্রোল পাম্প।সেই পাম্পের কাজে বাঁধা স্থানীয়দের।


স্থানীয়দের অভিযোগ, আশপাশে প্রচুর বাড়ি রয়েছে।এছাড়াও পাশেই রয়েছে একটিয়াশাল বাজার ও তিনটি স্কুল।এই জায়গায় পেট্রোল পাম্প তৈরি হলে প্রচুর যানজটের সৃষ্টি হবে এবং দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা।স্থানীয়দের কাছে এনওসি না নিয়ে অবৈধভাবে পেট্রোল পাম্পের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন।প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হলে ফের কাজ করে পাম্প কর্তৃপক্ষ।এতেই ক্ষুব্ধ হন স্থানীয়রা।জনবহুল এলাকায় কোনোমতেই পেট্রোল পাম্প করতে দেওয়া হবে না বলে জানান স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর রাজেশ প্রসাদ শা জানান, আমাকে স্থানীয়রা এই বিষয়ে কিছু জানায়নি।এলাকাবাসীর সমস্যা হলে আমার কাছে অভিযোগ করুক।আমি সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখবো।এলাকায় কোনো এমন কাজ করতে দেওয়া হবে না যাতে এলাকাবাসীর অসুবিধে হয়।


অন্যদিকে জমির মালিক কর্তৃপক্ষ জানান, ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে পেট্রোল পাম্প তৈরি করার ভাবনা চিন্তা করেছেন।এখন সমস্তটাই তাদের হাতে রয়েছে।সমস্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেই কাজটি করা হবে।এতে এলাকাবাসীর কোন অসুবিধে হবে না বরং তাদের সুবিধেই হবে।সমস্ত জায়গা থেকে অনুমতি নিয়ে এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *