শিলিগুড়ি, ১৮ মার্চঃ সোমবার শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে রয়েছে একাধিক সমস্যা।এদিন সকালে ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলাকায় যান বিধায়ক শিখা চ্যাটার্জি।তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা।ক্ষোভ উগরে দেন তারা।এরফলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে পোড়াঝাড় এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে।
এসব তৃণমূলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিধায়িকা শিখা চ্যাটার্জি।তিনি বলেন, এলাকার কাউন্সিলর কোনো উন্নয়নমূলক কাজ করেনি।স্থানীয়দের অভাব অভিযোগ শুনতে এসেছিলাম।কিন্তু এখানকার কয়েকজন এলাকা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর কোনদিন আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি।এমনকি এলাকায় পর্যন্ত দেখা যায়নি।এই কারণেই ক্ষোভ উগরে দেন তারা।