শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ নতুন বছরের আগে চুরি ও ছিনতাই হওয়া প্রায় ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ।হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি সকলে।
বেশকিছুদিন ধরে মাটিগাড়া থানায় মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ে।সেইসমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৪০টি মোবাইল উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ।এদিন থানায় ডেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।এরফলে খুশি হন সকলে।পুলিশকে ধন্যবাদও জানান তারা।
এই বিষয়ে মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য জানান, নতুন বছরের আগে ৪০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।