ফাঁসিদেওয়া, ২ ডিসেম্বরঃ মহিষ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করলো বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে ৪০টি মহিষ উদ্ধার করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। চালক মহিষগুলির কোন বৈধ নথী না দেখাতে পারায় গ্রেফতার করা হয় তাকে।ধৃতের নাম মহম্মদ হায়দার(৩৬)।উত্তরাখণ্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।