শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ নাগরিক পরিষেবা পাচ্ছেন না এলাকাবাসী।ওয়ার্ডের যত্রতত্র ছড়িয়ে রয়েছে আবর্জনা, রাস্তা ও নালা সংস্কার হচ্ছে না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার সাতসকালে স্থানীয় কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের অন্যতম বড় ওয়ার্ডের মধ্যে ৪১ নম্বর ওয়ার্ড। কাউন্সিলর বিগত ৫ বছরে কিছুই করতে পারেননি বলে অভিযোগ এলাবাসির। এদিন সকাল থেকে কাউন্সিলর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং এলাকার রাস্তা, নালা সহ নাগরিক পরিষেবার দাবী তোলেন।
স্থানীয় বাসিন্দা রতন দেবনাথ বলেন, গোটা রাজ্যজুড়েই উন্নয়ন হচ্ছে। সেখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডটি বঞ্চিত হচ্ছে।এবিষয়ে বারবার কাউন্সিলরের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। তাই আজ কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা।
এবিষয়ে কাউন্সিলর রবি দাস বলেন, এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।এমনকি, যে রাস্তা বা নালার কথা তুলে সকলে বিক্ষোভে সামিল হয়েছেন সেগুলোর টেন্ডার হয়ে গিয়েছে। শুধু সময়ের অপেক্ষা।তিনি জানান পুরভোটের আগে খবরের শিরোনামে আসতেই এমন চক্রান্ত করছে বিরোধিরা।