শিলিগুড়ি,২২ এপ্রিলঃ শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব। আজ তিনি ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো ব্যারিকেড ও পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন।
করোনায় মৃত কালিম্পঙের বাসিন্দা মহিলা ৪১ নম্বর ওয়ার্ডে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেকারণেই এই ওয়ার্ডে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। যাতে কেউ এই ওয়ার্ডে না আসেন বা অপ্রয়োজনে বাসিন্দারা কেউ ওয়ার্ডের বাইরে না যান।
এদিন চম্পাসারি মোড় পরিদর্শনের পর পুলিশ কমিশনার যান রেগুলেটেড মার্কেটে।সেখানে ডিসিপি ও আইসির সঙ্গে কথা বলেন।লকডাউনের পরও মাছের আড়তে ভিড় এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ইতিমধ্যেই নানা কৌশল নিয়েছে পুলিশ। আড়তের বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাড় করানো হচ্ছে সকলকে।
এদিন পুলিশ কমিশনার থানার আধিকারিকদের জানান, পুরো মাছ বাজার স্যানিটাইজড করতে হবে ও যাতে ভিড় না হয় সেদিকে নজর রাখতে হবে।