শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় হাতির হানায় ক্ষতিগ্রস্থ দুটি বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে একটি হাতি এলাকায় ঢুকে পড়ে।প্রায় আধ ঘণ্টা এলাকায় তান্ডব চালায়।দুটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্থ করে।
বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন হাতির আতঙ্ক বাড়ছে এলাকায়।বনবিভাগের কর্মীরা ঠিক সময়ে পৌঁছান না।এরফলে আতঙ্কে কাটাতে হয় মানুষকে।