শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকার নিউ মহানন্দা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করল ভক্তিনগর থানার পুলিশ।পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
পূজা কমিটির সদস্য ভজন ব্যানার্জি জানান, গত ২৩ বছর ধরে ধূমধাম করে পুজো করে আসছে মহানন্দা স্পোর্টিং ক্লাব।এবারও পুজোর আয়োজন করা হয়।গতকাল রাতে প্রসাদ বিতরণ চলছিল।সেইসময় স্থানীয় কয়েকজন পূজা মণ্ডপে এসে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে।পাশাপাশি মন্ডপসজ্জায় ব্যবহৃত মূর্তিও ভাঙচুর করে তারা।
এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।৩ জনকে আটক করে ঘটনার তদন্ত করছে পুলিশ।