শিলিগুড়ি,১ সেপ্টেম্বরঃ প্রবল বৃষ্টির জেরে ধসে গেল ২টি বাড়ি। প্রবল জলের স্রোতে ভেঙে গেল হাইড্রেনও। শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকার ঘটনা।
মহনন্দা নদী পার্শ্ববর্তী এই এলাকা। গত কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হতেই হাইড্রেনটি ভাঙতে শুরু করে। গতকাল রাতে প্রবল বৃষ্টিতে ভূপেন্দ্রনগরের কাছে পুরোপুরিভাবে ভেঙে যায় সেই হাইড্রেন। এদিকে ওই হাইড্রেন থেকে কয়েক মিটার দূরেই জমিতে ভাঙনও দেখা দেয়। এর আগেও বিষয়টি প্রশাসনিক আধিকারিকদের জানালে সেখানে থাকা বাঁধ মেরামত করার পাশাপাশি প্রতিটি বাড়ি মালিককে কিছু বালির বস্তা দেওয়া হয়েছিল ভাঙন রুখতে। কিন্তু গতকাল বিপজ্জনক অবস্থায় থাকায় দু’টি বাড়ি ধসে যায়। তবে আগে থেকেই ওই বাড়িগুলিতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে ঘটনার কথা জানার পর অনেকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য পৌঁছান। তবে আরও বেশকিছু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেগুলি অবিলম্বে মেরামতের দাবি জানান বাসিন্দারা। এদিকে ভাঙন রুখতে সকাল থেকেই সেখানে কাজ শুরু করে সংশ্লিষ্ট দপ্তর।