রাজগঞ্জ, ২০ ডিসেম্বরঃ রাজগঞ্জের বিন্নাগুড়ি সার্কেলের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি সার্কেলের অন্তর্গত সকল প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমবাড়ি-ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এদিনের প্রতিযোগিতায় মোট ১২টি বিদ্যালয়ের ২২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিশুদের জন্য উপযোগী বিভিন্ন বিভাগে মোট ৩৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর মন্ডল, বাবলু রায়, তুষার দত্ত সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনেরা।
এদিন প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
