শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন বাম প্রার্থী নরুল ইসলাম।রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি।ওয়ার্ডের মানুষদের বিভিন্ন অভাব-অভিযোগের কথাও শোনের তিনি।
উল্লেখ্য, ৪৫ নম্বর ওয়ার্ড থেকে নুরুল ইসলাম দ্বিতীয়বার পুরনিগম ভোটে লড়ছেন।এর আগে ২০১৫ সালে নির্বাচনে লড়ে জয়ী হন।নুরুল ইসলামের রাজনৈতিক অধ্যায় শুরু হয় ১৯৯৪ সালে।এরপর থেকে শিলিগুড়ির বেশকিছু ওয়ার্ড থেকে নির্বাচনে লড়েন এবং জয়ী হন।
এদিন নরুল ইসলাম বলেন, গত পাঁচ বছরে ওয়ার্ডের রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং পার্কের উন্নয়নের জন্য কাজ করেছি।পিডব্লিউডি এর জমিতে থাকা মানুষদের পাট্টা দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠিও লিখেছিলাম।তবে এর কোনো উত্তর পাইনি।এবারে জয়ী হয়ে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে।গত কয়েকমাস ধরে জনগণকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এর জন্য তৃণমূলের প্রশাসক বোর্ড দায়ী।এই বোর্ড নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।