শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেদব্রত দত্ত।এই ইস্তেহারে বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
ইস্তেহার প্রকাশ করার পর বেদব্রত দত্ত জানান, ওয়ার্ডের জনগণের প্রচুর সাড়া মিলছে।সবার আগে বাঘাযতীন কলোনি এবং দূর্গাগুড়ি কলোনির মানুষদের সুবিধার্থে কাউন্সিলর কার্যালয় খুলবেন।এর পাশাপাশি নিঃশুল্ক অ্যাম্বুলেন্স পরিষেবা, যারা এখনও পাট্টা পাননি তাদের শীঘ্রই পাট্টা দেওয়ার ব্যবস্থা করবেন।গোটা ওয়ার্ডে ম্যাস্ট্রিক রাস্তা, পানীয় জলের সুবিধা, উন্নত নিকাশি ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিশুদের জন্য পার্ক, ওয়ার্ডের শিক্ষিত যুবক-যুবতীদের চাকরির জন্য কাউন্সেলিং কেন্দ্রের ব্যবস্থা করা হবে।পাশাপাশি দুয়ারে পরিষেবা, নবম এবং মাধ্যমিকের পড়ুয়াদের বিনামূল্যে বই প্রদান, সিসিটিভি ক্যামেরা বসানো, সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ এবং স্বাস্থ্য পরিষেবাও মজবুত করা হবে।
তিনি আরও জানান, কাউন্সিলর হওয়ার একবছরের মধ্যেই ইস্তেহারের ৬০ শতাংশ এবং দুই বছরের মধ্যে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে।ইস্তেহারে মূলত ওয়ার্ডের শিক্ষা, স্বাস্থ্য এর পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি।