শিলিগুড়ি, ২৯ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বিজেপি।নির্বাচনের আগে জনগণের কাছে পৌছাতে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ।
আজ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন বিধায়ক।এদিন বিজেপি কর্মী সাধারণ মানুষের সঙ্গে চা খান তিনি।এরপর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যার কথাও শোনেন বিধায়ক।পাশাপাশি প্রতিবন্ধী শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমি সবসময়ই বিভিন্ন এলাকায় যাই।বিভিন্ন এলাকায় রাস্তা হয়নি।সমস্যার কথা সংশ্লিষ্ট জায়গায় জানাবো।
অন্যদিকে ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, এলাকায় রাস্তা ও ড্রেন নেই।এই সমস্যা শোনারও কেউ নেই।এদিন বিধায়ককে এলাকায় দেখে সমস্যার কথা জানান বাসিন্দারা।সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ।