শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী রঞ্জিত বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
রবিবার ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে রঞ্জিত বিশ্বাসের সমর্থনে প্রচার সারেন।ওয়ার্ডের নাগরিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন সাংসদ।পাশাপাশি ক্ষমতায় এলে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।