শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এলাকা।ঘটনায় ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, মঙ্গলবার চম্পাসারি অঞ্চলের শ্রী গুরু বিদ্যা মন্দিরের সামনে রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্লোগান তোলেন স্থানীয়রা।প্রায় কয়েকঘণ্টা চলে এই বিক্ষোভ প্রদর্শন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় প্রধাননগর থানার পুলিশ।পুলিশ আধিকারিকদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারিরা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষায় বাড়িতে জল ঢুকে যায়।এই বিষয়ে বেশ কয়েকবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানানো হয় কিন্তু কোনো লাভ হয়নি।তারা বলেন, নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ওয়ার্ড কো-অর্ডিনেটর দ্রুত এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা।