শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকায় একটি ইলেকট্রিক পোল ঘেরাও করে বহুতল নির্মাণ।এই ঘটনায় পুর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, বছর খানেক ধরে ওই বহুতল নির্মাণের কাজ চলেছে।এরপরও চোখে পড়েনি ওয়ার্ড কাউন্সিলর বা পুরনিগমের কোনো আধিকারিকের।অভিযোগ, বাড়ির দেওয়ালের সঙ্গে ইলেকট্রিক পোলটিকে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যে এখন সেটি বাড়ির অংশ বলেই মনে হচ্ছে।
শহরজুড়ে অবৈধ নির্মাণে পুরনিগমের লাগাতার অভিযান চললেও প্রমোদনগরের এই বহুতল কিভাবে নজর এড়িয়ে গেল, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাবশালীর হাত রয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে এখনই খতিয়ে দেখব। যদি সত্যিই অবৈধ নির্মাণ হয়ে থাকে, তাহলে মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, নিজের ওয়ার্ডে এমন অবৈধ নির্মাণ চলবে আর কাউন্সিলর জানবেন না—এটা অত্যন্ত দুঃখজনক। ইলেকট্রিক পোলকে কার্যত বাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।এর জন্য অভিযোগের অপেক্ষা না করে তৎক্ষণাৎ তদন্ত শুরু করা উচিত।
