শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ৪৭ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ।পুরনিগমের এই উদ্যোগে খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যে।
জানা গিয়েছে, ৪৭ নম্বর ওয়ার্ড শিলিগুড়ি ও মাটিগাড়াকে সংযুক্ত করেছে।ওই এলাকায় গড়ে উঠেছে বেশকিছু উচ্চবিদ্যালয়।ওই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রী ওই বিদ্যালয় গুলিতে পাঠরত।তবে ওয়ার্ড এর উপর দিয়ে বয়ে গেছে পঞ্চনই নদী।এই নদীই ছাত্র-ছাত্রীদের যাওয়া আসায় কিছুটা হলেও বাঁধ সেধেছে।বর্ষায় নদীতে জল বাড়লে কয়েক কিলোমিটার ঘুরপথে ছাত্র-ছাত্রীদের পৌঁছাতে হয় বিদ্যালয়ে। এই সমস্যার কথা মাথায় রেখে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে কংক্রিটের ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।এই ব্রিজ তৈরি হলে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে।
বুধবার ব্রিজের কাজ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান অশোক ভট্টাচার্য।তিনি জানান, আসন্ন কালী পূজার আগেই ছাত্র-ছাত্রীদের এই ব্রিজটি উপহার দেবে শিলিগুড়ি পুরনিগম।