শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে আয়োজিত হতে চলেছে ৪তম বেঙ্গল হিমালয়ান কার্নিভাল।বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা।
জানা গিয়েছে, আগামী ১, ২ ও ৩ মার্চ লাটাগুড়ি, জলঢাকা ও মিরিকে কার্নিভাল আয়োজিত হবে।১ তারিখ লাটাগুড়িতে, ২ তারিখ জলঢাকায় এবং ৩ মার্চ মিরিকে চলবে এই কার্নিভাল।এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে।কার্নিভালে ডুয়ার্সকে কেন্দ্র করে পর্যটনের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়ে তোলার দাবীও তোলা হবে।
এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান রাজ বসু বলেন, লাটাগুড়ি, মিরিক, জলঢাকা পুরনো পর্যটন কেন্দ্র হলেও নতুন পর্যটন কেন্দ্রের আড়ালে গুরুত্ব হারাচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলি।ফলে এই কেন্দ্রগুলিকে ফের উজ্জীবিত করতে কার্নিভালের জন্য এই তিনটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে।তিনদিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।