আলিপুরদুয়ার,৩ জুনঃ ৬৯০ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ আলিপুরদুয়ারের অভিক দাস।
আলিপুরদুয়ারের পূর্ব আনন্দনগড় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিক আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র।তার বাবা প্রবীর দাস পেশায় শিক্ষক এবং মা গৃহবধূ।অভিক বাংলায় ৯৫,ইংরেজিতে ১০০,অঙ্কে ১০০,ভৌতবিজ্ঞানে ১০০,জীবন বিজ্ঞানে ৯৯,ইতিহাসে ৯৬ এবং ভূগোলে ১০০ পেয়েছে।
অভিক জানায়, অফলাইনে পরীক্ষা দিয়ে খুব ভালো লেগেছে।কারণ অনেক ক্ষেত্রেই অনলাইন পরীক্ষায় সঠিক মূল্যায়ন হয় না।অফলাইনে পরীক্ষা দিয়ে সাফল্য পেয়ে আমি খুবই আনন্দিত।বছরের প্রথম থেকেই পাঠ্য পুস্তকের প্রতিটি লাইন খুঁটিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি।দিনে ৭-৮ ঘণ্টা পড়ার চেষ্টা করেছি।