শিলিগুড়ি, ৬ মার্চঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চারটি ব্লকে ২১টি কাজের শিলান্যাস হল একদিনেই। এলাকার রাস্তা, ড্রেন, কমিউনিটি হল, গার্ড ওয়াল, শ্মশান ঘাট মিলিয়ে মোট ২১টি প্রকল্পের শিলান্যাস করা হল আজ।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মাটিগাড়া নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়ায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয়। নকশালবাড়িতে এদিন মোট ১০টি প্রকল্পের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন মানঝা চা বাগানে ২টি রাস্তা, বেলগাছি ও জাবরায় কমিউনিটি হল, বড় মনিরাম, কেটুগাবুর ও বেঙ্গাই জোতে শ্মশান ঘাট এবং রথখোলায় ড্রেন ও গার্ডওয়ালের কাজের শিলান্যাস করেন সভাধিপতি।
এদিন সভাধিপতি অরুণ ঘোষ জানান, মহকুমা পরিষদের চার ব্লকে কর্মাধ্যক্ষরা নিজেদের এলাকার উন্নয়ন কাজের শিলান্যাস করছেন।আমি নকশালবাড়িতে বিভিন্ন কাজের শিলান্যাস করলাম। মহকুমায় মোট সাড়ে ৩ কোটি টাকার কাজের শিলান্যাস করা হল।তিনি আরও বলেন, ১৫ বছর ধরে বিজেপি সাংসদ এই এলাকায় থাকলেও কোনো উন্নয়ন করেননি, উন্নয়ন করেননি বিধায়কও।
রাস্তা, ড্রেন ও কমিউনিটি হল তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে জানান স্থানীয়রা।