আলিপুরদুয়ার, ৯ আগস্টঃ চারটি তক্ষক সহ ৪ জনকে গ্রেফতার করল বনদপ্তর ও এসএসবি।ধৃতদের মধ্যে ৩ জন জয়গাঁ এবং ১ জন আলিপুরদুয়ারের ভাটিবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সুত্রে খবরের ভিত্তিতে সোমবার কুমারগ্রাম ব্লকের চকচকা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ছোটো গাড়ি আটক করা হয়।সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪টি তক্ষক।ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে বনদপ্তর ও এসএসবি।
এই বিষয়ে চকচক চেকপোস্টের রেঞ্জার মলয় ঘোষ বলেন, অসম থেকে তক্ষকগুলি নিয়ে আসা হয়েছিল।উদ্ধার হওয়া চারটি তক্ষকের বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।