শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ ডাকাতির ঘটনা ঘটানোর আগে ৫ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম বাপ্পা সাহানী, ব্রিজেন তামাং, মঙ্গল ঘোষ, করণ বর্মন এবং রবি রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে থানা অন্তর্গত পিএনটি গলিতে ১০-১২ জনের দুষ্কৃতি দল অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।এদিকে পুলিশ দেখেই পালিয়ে যায় কয়েকজন।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।