কলকাতা, ২১ জুলাইঃ আগামী ৫ আগস্ট রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও এর ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আগামীতে দিল্লীতে ধর্ণা কর্মসূচীরও ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ আগস্ট ৮ ঘণ্টার জন্য বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।কেন্দ্রের কাছে বকেয়া টাকা প্রদানের দাবিতে এই ঘেরাও হবে। প্রথমে বুথ স্তরে এই কর্মসূচীর কথা বলা হলেও পরে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক স্তরে কর্মসূচী করার কথা বলেন। বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে এই কর্মসূচী করার কথা জানিয়েছেন তিনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী পালন করবেন। অন্যদিকে ২ রা অক্টোবর দিল্লীতে ধর্ণার কথাও এদিন ঘোষনা করা হয়েছে।
