শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ তৃতীয়বার ক্ষমতায় আসার পর ফের ৫ দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে, আগামীকাল কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে পৌছবেন মুখ্যমন্ত্রী।এরপর সেখান থেকে সোজা চলে যাবেন উত্তরকন্যায়।এবারের সফরে একাধিক জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর৷এছাড়াও বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।উত্তরকন্যা লাগোয়া ফুলবাড়ির ‘দুয়ারে সরকার’-এর শিবিরেও যেতে পারেন।মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতির কাজ৷আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।এরপর ৭ এবং ৮ সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন।
মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে৷সেটি বাগডোগরা বিমানবন্দরে রাখা থাকবে৷প্রয়োজনে এই হেলিকপ্টারে চেপে তিনি উত্তরবঙ্গের একাধিক জায়গায় যাবেন৷আগামী ৯ সেপ্টেম্বর সফর শেষে কলকাতায় ফিরবেন মমতা ব্যানার্জি৷