রাজগঞ্জ, ৩০ ডিসেম্বরঃ পাঁচ দফা দাবিতে রাজগঞ্জের বিডিওকে স্মারকলিপি দিল সিটু অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়ন।বুধবার টোটো চালকরা ফাটাপুকুরে জমায়েত হয়ে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান।
সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন শহরে সরকারি উদ্যোগে টোটো চালকদের পরিচয় পত্র দেওয়া হচ্ছে।তাই রাজগঞ্জের টোটো চালকদের স্বীকৃতি দিয়ে সরকারি পরিচয়পত্র দেওয়া হোক।প্রশাসন উদ্যোগ নিয়ে টোটো চালকদের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড ঠিক করে দিক।লকডাউন ও করোনা আবহে টোটো চালকদের উপার্জন অনেক কমে গিয়েছে।তাই করোনাকালীন সময়ে সরকারের তরফে টোটো চালকদের প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া করোনা আবহে টোটো চালাতে না পারলেও ব্যাটারি চার্জ করতে হচ্ছে তাই ওই বিদ্যুৎ বিল মুকুব এবং ব্যাংক সহ বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে নেওয়া টোটো চালকদের ঋণের সুদ মুকুব করার দাবি করা হয়।