নকশালবাড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ রাজ্য বাজেট ঘোষণা হতেই গ্রামের উন্নয়নে নজর।দীর্ঘদিন পর পাকা রাস্তা পাচ্ছেন নকশালবাড়ির হাতিঘিসার মঙ্গলসিং এলাকার বাসিন্দারা।
সোমবার আরআইডিএফ ফান্ডের আর্থিক সহায়তায় মঙ্গল সিং থেকে গেদলা জোত পর্যন্ত সাড়ে ৫ কিমি রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারী, হাতিঘিসার প্রধান ক্যাথারিন তামাং সহ অন্যান্যরা।এদিন রাস্তা শিলান্যাস হওয়ায় খুশি স্থানীয়রা।