শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ ভারতের ছাত্র ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে চলছে বিভিন্ন কর্মসূচী।
রবিবার এসএফআই জেলা দপ্তরের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে রয়েছে রক্ত সংকট।এই অবস্থায় ছাত্রসমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।জানা গিয়েছে, ৫০ বছর পূর্তিতে ৫০ ইউনিট রক্ত সংগ্রহের টার্গেট রয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের।সংগৃহীত এই রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, ভারতের ছাত্র ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন কর্মী ও অন্যান্য নেতৃত্ব।
সংগঠন সূত্রে খবর, আগামী ২৯ ডিসেম্বর বাঘাযতীন পার্ক থেকে একটি বিশাল মিছিলেন আয়োজন করা হয়েছে।মিছিলে উপস্থিত থাকবেন এসএফআই এর সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ সহ একাধিক নেতৃত্ব।