শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে খোয়ালেন ৫০ হাজার টাকা।শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা স্বর্নাভো ঘোষ।
জানা গিয়েছে, স্বর্ণভো ঘোষ একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন।কিছুদিন আগে শিলিগুড়ি পুরনিগম থেকে ১০ হাজার টাকার ভেন্ডার লোন নিয়েছিলেন তিনি।কিছুদিন এই লোনের ইএমআই কাটার পর তার কাছে একটি ফোন আসে।তাকে বলা হয় যে লোন তিনি নিয়েছেন তার সাবসিডি দেওয়া হবে।সেই অনুযায়ী একটি লিঙ্ক পাঠানো হয় ব্যক্তিকে।সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিতেই তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫০ হাজার টাকা।
এরপর তড়িঘড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যক্তি।