রাজগঞ্জ, ২৯ মার্চঃ বেলাকোবা রেঞ্জ ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ।ঘটনায় গ্রেফতার ১ জন।
বুধবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি সংলগ্ন রানীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে বনকর্মীরা।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ।ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে।ধৃতের নাম অজিত।হরিয়ানার বাসিন্দা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জ ও শিলিগুড়ি এসটিএফ এর যৌথ অভিযানে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে।গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি।ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।