রাজগঞ্জ, ১৯ ডিসেম্বরঃ এবারে মিষ্টি কুমড়োর আড়ালে বার্মা টিক কাঠ পাচারের চেষ্টা।অভিযান চালিয়ে পাচারের আগে প্রায় ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, সোমবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে জলপাইগুড়ি সংলগ্ন রানিনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মিষ্টিকুমড়ো বোঝাই ট্রাক আটক করে বনকর্মীরা।সেই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ।ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম শেখ কলিম ও সৈয়দ নাইম।তারা মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, মিষ্টি কুমড়োর আড়ালে কাঠ গুলো পাচার করা হচ্ছিল।জেরায় ধৃতরা জানায়,গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।