শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডে নতুন ৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হল।মঙ্গলবার অনুষ্ঠানের মধ্য দিয়ে সিসি ক্যামেরার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত, বরো চেয়ারম্যান আলম খান, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, সিসিটিভিগুলি মনিটর করা হবে কাউন্সিলর অফিস থেকে।এদিন সিসি ক্যামেরা উদ্বোধনের পাশাপাশি পুজো উপলক্ষে ওয়ার্ডের ২০ জন সাফাই কর্মীর হাতে বস্ত্র বিতরণ করা হয়।
এদিন গৌতম দেব বলেন,এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানো হল।আগামীতে জানুয়ারি মাস থেকে সবকটি ওয়ার্ডে ক্যামেরা বসানো হবে।