খড়িবাড়ি, ৯ আগস্টঃ এ যেন গর্বের মূহুর্ত।৫৪ ফিট উচ্চতায় উড়লো ভারতের জাতীয় পতাকা।
ভারত ছাড়ো আন্দোলনের বীর শহীদদের স্মরণে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে এসএসবি ৪১ নম্বর বাহিনীর পক্ষ থেকে ৫৪ ফিট উচ্চতার স্তম্ভ বসানো হয়।বুধবার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই স্তম্ভে উত্তোলন করা হল জাতীয় পতাকা।পাশাপাশি বীর শহীদদের পরিবারের সদস্যদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজি হেডকোয়াটার গনেশ কুমার, শিলিগুড়ি আইজি সুধীর কুমার ,সেক্টর রানীডাঙ্গা ডিআইজি ইএম ইএস পাড্ডা, ডিআইজি ডিবি সুনার , রানীডাঙ্গা কমান্ডেন্ট সেইলেস কুমার,সমাজকর্মী অসিত সিংহ,কৃষ্ণ রায , সুজিত দাস সহ অন্যান্যরা।
এই বিষয়ে আইজি হেডকোয়াটার গনেশ কুমার জানান, আজ গৌরবের দিন। সীমান্তের মানুষদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে এই জাতীয় পতাকা।