ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

রাজগঞ্জ,২৪জানুয়ারিঃ  শুক্রবার অনুষ্ঠিত হল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।


এদিন মশাল জ্বালিয়ে ও পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মোর্শেদ আলী খান, ভারপ্রাপ্ত শিক্ষিকা মহুয়া ঝা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

জানা গিয়েছে, প্রায় ৪০টি খেলার আয়োজন করা হয়। খেলায় ২৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom