শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ আগামী ২৮এপ্রিল নেপালে আয়োজিত পঞ্চম ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে ভারতের ৩০ জন প্রতিযোগী।বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা।
জানা গিয়েছে, নেপালের ঝাপাতে ২৮ থেকে ৩০ এপ্রিল যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।মহিলা এবং পুরুষ উভয় বিভাগের ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে।এই চ্যাম্পিয়ানশিপে ভারতের ৩০ জন প্রতিযোগী যার মধ্যে উত্তরবঙ্গ থেকে ১৫জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে।
এদিন ইন্ডিয়া টিমের কোচ শিব হাজরা বলেন, যোগা চ্যাম্পিয়নশিপে উত্তরবঙ্গের ফল অনেকটাই ভালো।আমরা সরকারের কাছে অনুরোধ করছি ষষ্ঠ যোগা চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে আয়োজনের জন্য।
