রাজগঞ্জ, ২ জুলাইঃ লকডাউনের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে চোরা শিকারিরা। বুধবার রাতে পাঁচটি পাহাড়ি ময়না পাখি সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম শহিদুল ইসলাম, নজরুল হক ও গনেশ ছেত্রী।তিনজনের বাড়ি মালবাজার ব্লকের কাঠামবাড়ি এলাকায়।
টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে কাঠামবাড়ি ক্যানেল রোড থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে ৫টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার হয়েছে।
তিনি আরও বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই ময়না পাখি গুলি এলাকার সংরক্ষিত বন থেকে শিকার করেছে তারা। ময়নাগুলি শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
একটি ময়না পাখি দেড় হাজার থেকে দু-হাজার টাকায় বিক্রি হয়।এলাকায় আরও কয়েকটি পাখি পাচার চক্র রয়েছে।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।