স্থল বন্দরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৬ অভিযুক্তকে আদালতে তুললো পুলিশ

শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ কর্মী নিয়োগ ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে এনজেপি সংলগ্ন স্থল বন্দর চত্বর।এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।গ্রেফতার ৬ জনের নাম মনোজ পাল(৪২), রতন দাস(৫৫), মহম্মদ সৈফুদ্দিন(৪২), মানিক কন্দন(২০), রবি(৩৫) এবং সিকন্দর মন্ডল(৩৪)।আজ ৬ জনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়।জানা গিয়েছে, গ্রেফতার ৬ জনই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র নেতা এবং শ্রমিক।


উল্লেখ্য,স্থানীয় কর্মী নিয়োগের দাবিতে স্থল বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখায় এনজেপির আইএনটিটিইউসি কর্মীরা।তাদের অভিযোগ, এই স্থল বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বহিরাগত কর্মী ও গাড়ি ব্যবহার করে চলেছিল।বারংবার আলোচনা করার পরেও সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামেন তারা।এরপর সেখানেই দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *