শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি থেকে বেড়িয়েছিলেন।এরপর ৬দিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া মাছ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা আশীষ অধিকারী ওরফে ছোট্টু।এদিকে ছেলের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা মা।
জানা গিয়েছে, আশীষ অধিকারী একজন অটোচালক।তার বয়স ৩২ বছর। বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি থেকে বের হন।পরনে ছিল সাদা পাঞ্জাবি।সেদিন আর বাড়ি ফেরেনি।বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়েও মেলেনি তার হদিস।অবশেষে ভক্তিনগর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার।এদিকে ৬ দিন পেরিয়ে গেলেও মেলেনি ছেলের খোঁজ।
এদিন আশীষ অধিকারীর বাবা জানান, পুজোর দিন গাড়ির মালিকের বাড়িতে পুজো থেকে এসে বাড়িতে চা খেয়েছিল আশীষ।বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল।তারপর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।সেদিন আর বাড়িতে ফেরেনি।বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর থানায় অভিযোগ করি।
ছেলেকে খুঁজে পেতে আবেদন জানিয়েছেন আশীষের বাবা।নিখোঁজ আশীষ অধিকারীকে কেউ কোথাও দেখে থাকলে সেই এলাকার থানা কিংবা 9832493235, 8900337078 এই নম্বরে যোগাযোগ করুন।
উক্ত নিখোঁজ ব্যাক্তির বন্ধুদের জিজ্ঞেস করে দেখুন,