বেলাকোবা, ৩০ আগস্টঃ আরজি করের ঘটনায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ রোগী ও রোগীর পরিবারের নিরাপত্তার দাবিতে সিপিএম এর তরফে স্মারকলিপি প্রদান বেলাকোবা গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, ছয় দফা দাবি নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে স্মারকলিপি জমা দেন সিপিএমের জলপাইগুড়ির সদর পশ্চিম এড়িয়া কমিটি।এদিন বেলাকোবা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে মিছিল করে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
এই বিষয়ে তপন গাঙ্গুলী বলেন, ছয় দফা দাবি নিয়ে আজ বেলাকোবা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলাম।আমাদের মূল দাবি হচ্ছে, আরজি করের ঘটনায় দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বেলাকোবা গ্রামীণ হাসপাতাল সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।রোগী ভর্তি থাকা এমন হাসপাতালগুলিতে রাতে পুলিশের ব্যবস্থা করতে হবে, সহ বেশ কয়েকটি দাবিতে আজ আমরা এই স্মারকলিপি জমা দিলাম।