শিলিগুড়ি, ২৬ জুলাইঃ ৬ দফা দাবিতে মিছিল করে মেয়রকে স্মারকলিপি প্রদান করলো শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি।
জানা গিয়েছে, এদিন ওয়ার্ডের মানুষদের সুবিধার্থে রাস্তা ও নিকাশি নালা উন্নত করা, ওয়ার্ডের পানীয় জলের সমস্যা সমাধান সহ মোট ৬ দফা দাবিতে ৩৬ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মেয়রকে স্মারকলিপি প্রদান করা হয়।এদিন ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মার নেতৃত্বে মিছিল করে পুরনিগমের সামনে পৌঁছান ৩৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সদস্যরা।পুরনিগমের সামনে বেশকিছুক্ষন বিক্ষোভও দেখানো হয়।
পরে মেয়রের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সহ ৩৬ নম্বর নাগরিক কমিটির সদস্যরা।