শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ চুরি যাওয়ার ছয় ঘণ্টার মধ্যেই বাইক উদ্ধার করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার ৩ জন।ধৃতদের নাম সূর্য সিং, মিঠুন রায় এবং অমূল্য ঘোষ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এনজেপি স্টেশন এলাকায় বাইক রেখেছিলেন এক ব্যক্তি।কিছুক্ষন পরে এসেই দেখতে পান তার বাইকটি উধাও।অনেক খোঁজাখুঁজির পর কোনো হদিস না পেয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন বাইকের মালিক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ির বাড়িভাষা এলাকার বাসিন্দা সূর্য সিং স্টেশন এলাকা থেকে প্রথমে বাইকটিকে চুরি করে।এরপর মিঠুন রায় নামে একজনের গ্যারেজে নিয়ে যায় বাইকটিকে।এরপর ফুলেশ্বরীর দেশবন্ধুপাড়া এলাকায় অমূল্য ঘোষ এর কাছে সেই বাইকটিকে বিক্রি করে দেয়।বাইক চুরি এবং চুরির বাইক কেনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে দ্রুততার সঙ্গে চুরি যাওয়া বাইক উদ্ধারের জন্য পুলিশকে ধন্যবাদ জানান বাইক মালিক।গোটা ঘটনার তদন্তে পুলিশ।