শিলিগুড়ি, ২৪ আগস্টঃ ফুলবাড়ি তিস্তা ক্যানালে ঝাঁপ দেওয়া যুবতীকে প্রাণে বাঁচিয়েছিলেন কিছু যুবক।তাদের সংবর্ধনা প্রদান করলো ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।
জানা গিয়েছে, বুধবার ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের আইএনটিটিইউসি অফিসে বাপি বিশ্বাস, আশীষ বৈরাগী, রাজেশ মন্ডল, আনন্দ, বিপুল ও বাসুদেব এই ছয় যুবককে খাদা, ফুল ও মিষ্টি তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।পাশাপাশি যুবকদের কিছু আর্থিক সাহায্যও করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে প্রেমে প্রতারিত হয়ে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর কলোনির এক যুবতী তিস্তা ক্যানালে ঝাঁপ দেয়।ফুলবাড়ি মার্ডারমোড় এলাকায় তিস্তা ক্যানালে কিছু যুবক সেই যুবতীকে ভাসতে দেখে।তারপর এলাকার যুবকেরা তিস্তা ক্যানাল থেকে যুবতীকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।তাদের সাহসিকতায় প্রাণ বাঁচে যুবতীর।
এই বিষয়ে সংগঠনের সভাপতি সুকান্ত কর জানান, জীবনের ঝুঁকি নিয়ে ফুলবাড়ির যুবকেরা তিস্তা ক্যানেল থেকে যুবতীকে প্রাণে বাঁচিয়েছে।তাদের এই সাহসিকতার জন্য ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে তাদের সম্মান জানানো হল। যাতে আগামীদিনে এই ধরণের কাজে অন্যান্যরা উৎসাহিত হন।