রাজগঞ্জ, ২ মার্চঃ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত ফাঁড়াবাড়ি-নেপালি বস্তি এলাকায় প্রায় ৬ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, নেপালি বস্তির কানুমোড় থেকে রেঞ্জ অফিস হয়ে কামাক্ষ্যা মন্দির পর্যন্ত রাস্তা করা হবে। প্রায় ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে তৈরী করা হবে এই রাস্তা।
এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, তুষারকান্তি দত্ত সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা।এলাকার মানুষের এই রাস্তার দাবী ছিল।রাস্তাটি তৈরী হলে এলাকার মানুষের সুবিধা হবে।